ছবিঃ তালাশ বাংলা

কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের পর বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় বাকশীমূল উচ্চ বিদ্যালয় পরিচালনার জন্য এডহক কমিটির লক্ষ্যে গ্রামবাসীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ ডিসেম্বর ২০২৪) বৃহস্পতিবার সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের হলরুমে উক্ত আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক মোঃ সফিকুল রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক দিলিপ মজুমদারের সঞ্চালনায় অভিভাবকদের মধ্য থেকে নিয়ম অনুযায়ী সভার সকলের সম্মতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তিনজন অভিভাবক সদস্যের নামের তালিকা (এডহক কমিটির জন্য) প্রেরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কে.বি হান্নান, আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম,সাবেক সভাপতি হাজী আব্দুর রশিদ, আলহাজ্ব মফিজুল ইসলাম,অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম,আলহাজ্ব অধ্যক্ষ মাও. মীর মোঃ সলিম উল্লাহ সেলিম,ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন,বুড়িচং মডেল একাডেমির প্রধান শিক্ষক কবির হোসেন, দাতা সদস্য আনোয়ার হোসেন সুবল, মর্তুজ আলী,দারোগা শাহাজান, লোকমান হোসেন বিজয়, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামূল হক সবুজ ও ইমতিয়াজ আহমেদ রাসেল মুহুরী,তসিলদার বাবুল হোসেন ও আবুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিম খান লিটন, তোতা মিয়া পুলিশ, বুড়িচং বাজারের ব্যবসায়ী শাহজালাল টুটুল, ইন্জিঃ মাহবুব আলম, আমিনুল ইসলাম, আল হেলাল, মোস্তফা কামাল, মনির হোসেন, কামাল হোসেন,সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,সাংবাদিক শরিফ সুমন,সাংবাদিক মারুফ হোসেন প্রমূখ। উক্ত সভায় এনামুল হক সবুজের প্রস্তাবনায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এডহক কমিটির সদস্য প্রার্থী ৭ জনের মধ্যে ৩ জন এডহক কমিটির সদস্য নির্বাচন করেন তারা হলেন শরীফুল ইসলাম, মামুনুর রশিদ, সোহেল আহমেদ সেলিম। এই তিন সদস্যদের নামের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হবে প্রতিষ্ঠান সূত্রে জানায়।এদের মধ্যে ১জন এডহক কমিটির জন্য অন্তর্ভুক্ত হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *