কুমিল্লার বুড়িচং উপজেলার সদরের ডাক্তার আব্দুল করিম তাহফিযুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়জ মাহফিল ও ইসলামি সংগীত অনুষ্ঠিত হয়েছে। (১ডিসেম্বর ২০২৪) রোববার রাতে মাদ্রাসা প্রঙ্গণে উক্ত ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সভাপতি মো: শাহ জামাল এর সভাপতিত্বে ও মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী এর পরিচালনায় প্রধান বক্তব্য হিসেবে ওয়াজ করেন ঢাকা গুলশান মধ্যবাড্ডার বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাঈল বোখারী কাশিয়ানী। আমন্ত্রিত ওয়ায়েজিনের কেরামদের মধ্যে ওয়াজ করেন ব্রাক্ষণবাড়িয়ার রিয়াজুল জান্নাহ ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম ও তরুণ বক্তা হায়েজ মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল,ঢাকা দক্ষিণ বনশ্রী জামে মসজিদ -৪ এর খতিব ও ধর্মীয় আলোচক ও ইসলামী সংগীত শিল্পী মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস (কলরব),মোকাম মধ্য পাড়া জামে মসজিদ এর খতিব হায়েজ মাওলানা ইব্রাহিম খলিল সাদী।মাহফিল শেষে বিশেষ আকর্ষণ ও ইসলামি সংগীত পরিবেশন করেন কাউছার মাহমুদ ক্বারী ইয়াছিন মাহমুদ বরকতুল্লাহ,আবু সাঈদ,কেরাত পরিবেশনা করেন ক্বারী জোবায়ের বিন জাকির।এবছর অত্র মাদ্রাসার থেকে হাফেজ হয়ে পাগড়ী পড়েন তারা হলেন মো: ইফতেখার মাহমুদ নুর রাহিন , মো: সাফায়েত হোসেন, মো: শরীফ মোল্লা,মো: তাহসিন,মো: তানভীর হাছান ফাহাদ,মো: আবু হোসাইন ইফরান,মো: মুবাশ্বির আব্দুল্লাহ খলীল,মো: তানভীর হোসেন,মো: আবরার তাসনিম মাহি, মো: রহমত উল্লাহ ও অত্র মাদরাসার বালিকা শাখা থেকে একজন মেয়ে হাফেজা হয়েছে হাফেজা মোসা: জুমা আক্তার। ডা:আবদুল করিম তাহফিয়যুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী বলেন,প্রতিবছর ন্যায় এবছর এই মাদ্রাসা থেকে ১০জন ছাত্র ও একজন ছাত্রী হাফেজ হয়েছেন।১ লা ডিসেম্বর থেকে অত্র মাদরাসার সকল বিভাগে ছাত্র ছাত্রী ভর্তি করা হইবে।