ব্যাগের ওপরে লাল শাক, লাউ ও পেয়াজ দিয়ে আড়াল করে গাঁজা পাচারকালে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি কে আটক করেছে কুমিল্লা ডিএনসির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর সকালে বুড়িচংয়ের নিমসার বাজার সংলগ্ন মহাসড়ক এলাকায় উপপরিদর্শক তমাল মজুমদার এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান অভিযান পরিচালিত হয়। এসময় চট্টগ্রাম হতে খুলনাগামী দিদার পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ মিলন মোল্লা (৩৫) নামে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বাগেরহাট জেলার সরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে। একই দিন অপর এক অভিযানে ঢাকাগামী স্টার লাইনের একটি বাসে তল্লাশি চালিয়ে শিপন চৌধুরী (৫২) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। মাদক কারবারি শিপন কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন দৌলতপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার ও সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *