বুড়িচংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে মাসিক উন্নয়ন সভা ও মেয়াদ পূর্তি চেক প্রদান!ছবি:- তালাশ বাংলা

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কুমিল্লার বুড়িচং উপজেলা মেট্রো অফিসের মাসিক উন্নয়ন সভা ও মেয়াদ পূর্তি চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (৯ নভেম্বর ২০২৪) শনিবার সকাল ১১টার দিকে বুড়িচং মেট্রো অফিসে মাসিক উন্নয়ন সভা ও মেয়াদ পূর্তি চেক দুই গ্রাহকের হাতে প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মজিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ সিয়াম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল আলম।স্বাগত বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মজিবুর রহমান, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিট ম্যানেজার আরিফুল ইসলাম।অতিথিদের কাছ থেকে মেয়াদ পূর্তি চেক গ্রাহণ করেন মুনতাছির সিজান ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও হালিমা আক্তার ৩ লক্ষ ৭৫ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার যথাক্রমে মোঃ জাকির হোসেন,মোঃ দেলোয়ার হোসেন,মোঃ আব্দুর রব,মোঃ নূরুন্নবী,মোঃ আমির হোসেন,মোঃ এমরান হোসেন,মোঃ সবুজ ও তোফায়েল আহম্মেদ। (এফ এ) এর মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মোঃ তাজুল ইসলাম,আব্দুল রশিদ,মোঃ রবিউল ইসলাম,সুইটি আক্তার, মোঃ মহিউদ্দিন ও ফাতেমা আক্তার। অনুষ্ঠানে শেষে ১৯ জনের মধ্যে লটারি ড্র করা হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বুড়িচং মেট্রো ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মজিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *