ছবি তালাশ বাংলা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে গোবিন্দপুর এলাকায় পৈতৃক সম্পত্তি জোর করে দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় গোবিন্দপুর সড়কে প্রতিবাদ এবং মানববন্ধন করেছে গোলাম মোস্তাফা,মো: ফারুক ও মনির সহ এলাকাবাসীরা। (৯ নভেম্বর ২০২৪) শনিবার বিকেলে পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত.আব্দুল অদুদ এর ছেলে গোলাম মোস্তফা,মোঃ ফারুক ও মনিরের আয়োজনে মোঃ শাহিদুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে উক্ত প্রতিবাদ ও মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন তাহের মেম্বার, আয়াত আলী,ফরিদ,আবুল হাসেম,কদুর মিয়া,আবু তাহের,খবির মিয়া,মিজান,শফিক,শরিফ,জামাল,প্রবাসী মনির হোসেনের স্ত্রী রোজিনা আক্তার,ফারুকের স্ত্রী সাহেনা আক্তার ও হাসনেহারা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে গোলাম মোস্তফা ও মো: ফারুক বলেন,তাদের আপন ভাই মোঃ শাহিদুল ইসলাম মাস্টার,সে কুমিল্লা আদর্শ সদর হোচ্ছা মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের পিতা হাজী আব্দুল অদুদ মৃত্যুর পর শাহিদুল ইসলাম মাস্টার পৈতৃক সম্পত্তি জোর করে দখল করে রাখে এবং গোবিন্দপুর পুরাতন বাড়ির অংশটুকু বিক্রি করে দেয়। পরবর্তীতে পুরাতন বাড়ির গোলাম মোস্তফা,ফারুক ও প্রবাসী মনিরের অংশটুকু বর্তমানে দখল করে রেখেছে।তাদের সহজ-সরল মাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে বাদি বানিয়ে কুমিল্লা আদালতে একটি মিথ্যা মামলা করেন। শাহিদুল ইসলাম মাস্টার আওয়ামীলীগের দল করে এবং বিভিন্ন নেতাকর্মীদের প্রভাব দেখিয়ে একাধিক বার প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে যার এখনো থেমে যায়নি বরং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। এলাকার সমাজ সালিশ সহ কোনো কিছু বা কাউকে মানছে না। এছাড়াও গত ৬ আগষ্ট ২০২১ সালে তার দলীয় দলবল নিয়ে গোলাম মোস্তফার উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে এবং বাড়ির আঙ্গিনার লাগানো গাছ কেটে ফেলে। এ বিষয়ে বুড়িচং থানায় অভিযোগ করেও কোনো বিচার পায়নি ভোক্তভোগি পরিবার। পিতার সম্পত্তি অধিকার থেকে বঞ্চিত থাকায় এবং সঠিক বিচার পাওয়ার লক্ষ্যে উক্ত প্রতিবাদ ও মানববন্ধন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি মেম্বার তাহের জানায়,তাদের সম্পত্তি ঝামেলা নিয়ে একাধিক বার সালিশি বৈঠক করা হয়েছে।শাহিদুল ইসলাম কোনো কিছু মানতে চায় না। এ বিষয়ে শাহিদুল ইসলাম জানায়,গোলাম মোস্তফা ও ফারুক মামলা থেকে জামিনে এসে আমার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে যাচ্ছে। মানববন্ধনে আনিত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *