আক্কাস আল মাহমুদ হৃদয়।। 

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। 

(৭ মার্চ ২০২৪) বৃহস্পতিবার বুড়িচং থানার পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সকাল ১০টার সময় বাকশীমূল ইউনিয়নের কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পশ্চিম পাশে জয়নাল আবেদীনের কাঁঠ গাছের ভিতরে ৫৫ কেজি গাঁজা নিয়ে অবস্থান করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।বুড়িচং থানার এসআই মোঃ রেজাউল করিম ও এএসআই নুরুল আলম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে।

স্থানীয়দের অভিযোগ এ সীমান্ত এলাকায় ইদানিং ভারতীয় চিনি,কসমেটিকস,মাদক দ্রব্য বেড়ে গেছে। যা যুবসমাজের জন্য ক্ষতিকর।রাজনৈতিক ছত্রছায়া চোরাকারবারিরা দিন দিন সক্রিয় হয়ে উঠার কারণে জনমতে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

শিঘ্রই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হলে ভয়াবহ আকার ধারণ করবে।এ বিষয়ে বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল করিম বলেন,যুবসাজকে বাঁচাতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণ’কে আরো সচেতন হতে হবে। উক্ত মামলাটি এসআই(নিরস্ত্র) মোঃ আরিফুল ইসলামকে তদন্ত করার জন্য ওসি আবুল হাসানাত খন্দকার নির্দেশ প্রদান করেন। 

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *