কুমিল্লা সিটির মেয়র প্রার্থী সাক্কুর উঠন বৈঠকে ককটেল বিস্ফোরণ ও হোটেলে হামলা

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে ককটেল বিস্ফোরণ ও বোরকা পড়ে হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। একই সাথে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে সাক্কুর মালিকানাধীন হোটেল রেডরুফ-ইন-এ। হামলায় হোটেলের সুপাইভাজারসহ চারজন আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (৪ মার্চ) বিকেলে কাছাকাছি সময়ে এ দুটি ঘটনা ঘটে।সাবেক মেয়র মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, সোমবার বাদ আসর কুমিল্লা নগরীর ৯নং ওয়ার্ড বাগিচাগাঁও এলাকায় ঘড়ি প্রতীকের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শুরুর পূর্বে মানুষজন যখন এখানে জড়ো হন তখনই পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। এছাড়াও একজন যুবক বোরকা পড়ে বৈঠকে হামলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

সাক্কু অভিযোগ করেন, বাগিচাগাঁওয়ে উঠান বৈঠকে হামলার কিছুক্ষণ পরে নগরীর রেইসকোর্স এলাকায় অবস্থিত তার মালিকানাধীন হোটেল রেডরুফ-ইন-এ হামলা চালানো হয়।

এসময় হোটেলে ভাংচুরসহ হোটেলটির সুপারভাইজার কবির হোসেন, স্টাফ ফারুক, রুহুল আমিন ও নাসিরকে আহত করা হয়।তিনি অভিযোগ করেন, সরকার দলীয় সমর্থক বাস প্রতীকের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে। এছাড়া গত শুক্রবার থেকে প্রতিদিনই তার উঠান বৈঠকে হামলা ও কর্মীদের মারধর করা হচ্ছে বলে জানান তিনি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *