দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ বছরের পদার্পণ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টার সময় এক আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে। দৈনিক যুগান্তর বুড়িচং উপজেলা প্রতিনিধি প্রভাষক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ছামিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত খন্দকার , বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নেওয়াজ আলী সরদার, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন।এসময় আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক একুশে বাংলার সম্পাদক সাখাওয়াত হাফিজ,দৈনিক কুমিল্লার কাগজের ষ্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন,দৈনিক নয়াদিগন্তের সংবাদ দাতা কাজী খোরশেদ আলম,দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ট্রাইবুন্যাল প্রতিনিধি তালাশ বাংলা সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান,দৈনিক মুক্ত খবর প্রতিনিধি ফয়েজ আহমেদ, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি শামীম হোসেন, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাসান মাস্টার,দৈনিক আমাদের কুমিল্লার প্রতিনিধি এম এ হান্নান রোকন, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি জাফর সাদেক,দৈনিক সমাজ কণ্ঠের প্রতিনিধি লোকমান খান,দৈনিক ডাক প্রতিদিন প্রতিনিধি রেজাউল করিম,দৈনিক মানব জমিনের ব্রাক্ষনপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নওরোজ প্রতিনিধি আবদুল ওহাব, যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটন, আক্তার হোসেন আকাশ সহ উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিগণ। এসময় অতিথিরা বলেছেন,
দৈনিক যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা ও শিল্পপতি মোঃ নুরুল ইসলামের আদর্শের পথ ধরে দৈনিক যুগান্তর পাঠক প্রিয়তা অর্জন করেছে এবং তার শুরু থেকে এই পর্যন্ত আদর্শ থেকে বিচলিত হয় নাই।সত্য-বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশ করার কারণে আজ সারাদেশ যুগান্তর শীর্ষে অবস্থানে রয়েছে। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তিনি এদেশে ৪০টির অধিক শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলে লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তাই যুগান্তর ও যমুনা গ্রুপ মানুষের অন্তরে চিরজীবী হয়ে থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *