কুমিল্লার বুড়িচং উপজেলার কয়েকটি ইট ভাটার পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র না থাকায় গুনতে হয়েছে লক্ষ টাকা জরিমানা। ১৩ ফেব্রুয়ারী সকাল ১১:৩০টার সময় উপজেলার ষোলনল ইউনিয়ন এর মেসার্স আজাদ কন্সট্রাকশন, দীঘলীরচর, মেসার্স এ আর বি ব্রিকস ম্যানু, খাড়াতাইয়া গাজীপুর এলাকার মেসার্স দীনা ট্রেডার্স ( ইটভাটা), আগানগরে মেসার্স এ গণি ব্রিকস, আগানগর ও মেসার্স আলি আকবর এন্ড সন্স ( ইট- ভাটা), ভরাসার বাজার এলাকায় এসব ইট ভাটা গুলোতে পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং পরিবেশ দূষণের দায়ে মোট ৫টি মামলায় ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের অভিযানে এ অর্থদণ্ড করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। একাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশ ও কুমিল্লা পরিবেশ অধিদপ্তর এর কর্মকর্তাগণ। মোঃ ছামিউল ইসলাম বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *