কুমিল্লায় ৫৫ কেজি গাঁজা ও একটি অটোরিক্সাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) গতকাল (১১ জুলাই) দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় একটি অটোরিক্সা তল্লাশি করে ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জহির, রনজিৎ চন্দ্র শীল, মোঃ ফয়সাল ও আহসানুল হককে গ্রেফতার করে কুমিল্লা ডিবি পুলিশ টিম।গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ জহির (৩৫), পিতা-আব্দুল আলী, মাতা-কুসুম বেগম, গ্রাম-খারেরা ,থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। রনজিৎ চন্দ্র শীল (২৫), পিতা- জিতেন্দ্র চন্দ্র শীল, মাতা-লিপি বালা শীল, গ্রাম-খারেরা, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।মোঃ ফয়সাল (২২), পিতা-আব্দুস সালাম, মাতা- তফুরা বেগম, গ্রাম- লোহাইমুড়ি , থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।আহসানুল হক (২৩), পিতা-ইমাম হোসেন, মাতা- মায়া বেগম, গ্রাম-লোহাইমুড়ি , থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়।